প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করবেন, এর পূর্বে আপনাকে জনাতে হবে প্যাসিভ ইনকাম কি?

প্যাসিভ ইনকাম হল এমন একটি উপার্জন ব্যবস্থা যেখানে টাকা উপার্জন করতে হলে সবসময় কাজ করতে হয় না। উদাহরণসরূপ বলতে গেলে একজন লেখক কয়েক বছর আগে একটি বই লিখেছেন বই প্রকাশ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি সম্মানী পেয়ে যাচ্ছেন, এটায় হচ্ছে প্যাসিভ ইনকাম।

আমরা যারা জব করছি, মাস শেষে যত ভালো সেলারি পায় না কেন সেটা একবার মাত্র আসবে। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা মাত্র অল্প কিছুদিন কোন বিষয়ে শ্রম দিয়ে কোন কিছু তৈরি করে আর কোন পরিশ্রম ছাড়ায় নিয়মিত অর্থ উপার্জন করতে পারছেন, এটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। তায় বলা যেতে পারে প্যাসিভ ইনকাম হলো এমন একটি পথ যেখানে টাকা আয় করতে গেলে আপনাকে সবসময় তার পিছে শ্রম দেওয়ার প্রয়জন হবেনা।

প্যাসিভ ইনকাম কেন সব থেকে সেরা ইনকাম –

প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করা যায় ?

১। প্যাসিভ ইনকামের পথ তৈরী করতে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ, শ্রম এবং সময়,দিতে হয়, এরপর শুধু ব্যবসাটি মেইনটেইন করলেই হয়।

২। উপার্জন করতে সর্বদা ব্যবসার সাথে যুক্ত থাকতে হয় না।

৩। নিজের কাজের রুটিন নিজেই ঠিক করা যায়, কারো অধীনে থাকতে হয় না।

আপনি অনেক অপশন পাবনে প্যাসিভ ইনকামের জন্য , যেমন এফিলিয়েট মার্কেটিং, গুগল এডসেন্স, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।

গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে প্যাসিভ আয় করতে পারেন। জবের অথবা পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, এডোবি ইলাস্ট্রটের এবং ফটোশপ টুলস গুলো শিখে গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারেন। প্রতিনিয়ত ডিজাইন প্র্যাকটিস করতে হবে, যে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যেমন Logo Design Flyer Design, Business Card Design, এগুলো দিয়ে শুরু করতে পারেন। ডিজাইন কোয়ালিটি ভালো হলে স্টোক মার্কেটে কাজ শুরু করুন। মনে রাখবেন একবার ডিজাইন আপ্রুভ করাতে পারলে এটা সারাজীবন এর জন্য স্টোক মার্কেটে থাকবে, যতবার সেল হবে ততবারই একটা কমিশন পাবেন স্টোক মার্কেট থেকে। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে শিখবেন? Copy

প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করবেন, এর পূর্বে আপনাকে জনাতে হবে প্যাসিভ ইনকাম কি?

প্যাসিভ ইনকাম হল এমন একটি উপার্জন ব্যবস্থা যেখানে টাকা উপার্জন করতে হলে সবসময় কাজ করতে হয় না। উদাহরণসরূপ বলতে গেলে একজন লেখক কয়েক বছর আগে একটি বই লিখেছেন বই প্রকাশ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি সম্মানী পেয়ে যাচ্ছেন, এটায় হচ্ছে প্যাসিভ ইনকাম।

আমরা যারা জব করছি, মাস শেষে যত ভালো সেলারি পায় না কেন সেটা একবার মাত্র আসবে। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা মাত্র অল্প কিছুদিন কোন বিষয়ে শ্রম দিয়ে কোন কিছু তৈরি করে আর কোন পরিশ্রম ছাড়ায় নিয়মিত অর্থ উপার্জন করতে পারছেন, এটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। তায় বলা যেতে পারে প্যাসিভ ইনকাম হলো এমন একটি পথ যেখানে টাকা আয় করতে গেলে আপনাকে সবসময় তার পিছে শ্রম দেওয়ার প্রয়জন হবেনা।

প্যাসিভ ইনকাম কেন সব থেকে সেরা ইনকাম –

প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করা যায় ?

১। প্যাসিভ ইনকামের পথ তৈরী করতে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ, শ্রম এবং সময়,দিতে হয়, এরপর শুধু ব্যবসাটি মেইনটেইন করলেই হয়।

২। উপার্জন করতে সর্বদা ব্যবসার সাথে যুক্ত থাকতে হয় না।

৩। নিজের কাজের রুটিন নিজেই ঠিক করা যায়, কারো অধীনে থাকতে হয় না।

আপনি অনেক অপশন পাবনে প্যাসিভ ইনকামের জন্য , যেমন এফিলিয়েট মার্কেটিং, গুগল এডসেন্স, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।

গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে প্যাসিভ আয় করতে পারেন। জবের অথবা পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, এডোবি ইলাস্ট্রটের এবং ফটোশপ টুলস গুলো শিখে গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারেন। প্রতিনিয়ত ডিজাইন প্র্যাকটিস করতে হবে, যে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যেমন Logo Design Flyer Design, Business Card Design, এগুলো দিয়ে শুরু করতে পারেন। ডিজাইন কোয়ালিটি ভালো হলে স্টোক মার্কেটে কাজ শুরু করুন। মনে রাখবেন একবার ডিজাইন আপ্রুভ করাতে পারলে এটা সারাজীবন এর জন্য স্টোক মার্কেটে থাকবে, যতবার সেল হবে ততবারই একটা কমিশন পাবেন স্টোক মার্কেট থেকে। 

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *